এবার কি বিমানবন্দরে অব্যবস্থাপনা দূর হবে

আগের সংবাদ

আফগানিস্তানে ভূমিকম্পে এক হাজারের বেশি নিহত

পরের সংবাদ

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ, জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আইর/

রূপান্তর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ , ১:২১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২৩ , ১:২১ অপরাহ্ণ

হামাসের হামলার পর গাজায় ইসরাইলের বোমা হামলার ঘটনায় আজ জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। খবর রয়টার্সের।

জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রবিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।

বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামালার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল, এতে ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ১৬০০ জনের অধিক। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের ইতিহাসে শনিবার স্মরণকালের হামলা চালিয়েছে হামাস। ইসরাইলের অভ্যন্তরে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস।

ইসরাইলের জাতীয় উদ্ধার সহায়তাকারীরা জানান, হামাসের হামলায় ২৫০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। ইসরাইলের ইতিহাসে এটি ভয়াবহ হামলা। হামলা চালিয়েছে হামাসের সৈন্যরা অসংখ্য ইসরাইলি সেনাবাহিনীর সদস্য এবং নাগরিকদের আটক করে গাজায় নিয়ে গেছে।

হামাস এবং ইসরায়েলের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে বহু স্থানে বন্দুক যুদ্ধ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়