পৃথিবীতে মানুষের পাশাপাশি পশুপাখিদের চিকিৎসাও সমান গুরুত্বপূর্ণ: যবিপ্রবি উপাচার্য

আগের সংবাদ

এবার কি বিমানবন্দরে অব্যবস্থাপনা দূর হবে

পরের সংবাদ

বালির বদলে ভাটার পোড়া মাটি: মহেশপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ , ১২:১৪ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ৮, ২০২৩ , ১২:১৪ পূর্বাহ্ণ

মহেশপুরের নাটিমা বাজার থেকে শ্রীরামপুর পর্যন্ত রাস্তা পাঁকা করণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এনেছে স্থানীয়রা। বালির বদলে ব্যবহার করা হয়েছে ইটভাটার পোড়া মাটি (রাবিশ)। এসব নি¤œমানের সামগ্রী ব্যবহার করায় বার বার অভিযোগ করেও কোন পাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯০ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৮৭২ মিটার সড়ক উন্নয়নের কাজ পেয়েছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। ইস্টিমেটে ১০ ইি বালির দেওয়ার নিয়ম থাকলেও বালির বদলে ইট ভাটার পোড়া মাটি ব্যবহার করা হয়েছে। ৩ নম্বর আমা ইট দিয়ে রাস্তার এজিং দেওয়াসহ ওই রাস্তা পাকা করণে নি¤œমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।
এদিকে কাগজে কলমে নাম থাকা মের্সাস জিল্লুর রহমান এন্টারপ্রাইজ ওই কাজ বিক্রি করে দেওয়ায় রনু এন্টারপ্রাইজ নামে অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ বাস্তবায়ন করছেন।
স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তার কাজ শুরু থেকেই অনিয়ম করা হয়েছে। বালির জায়গায় ভাটা থেকে রাবিশ নিয়ে এসে দেওয়া হয়েছে। যা এর আগে অন্যকোন রাস্তার কাজে এমনটা দেখা যায়নি। এছাড়াও নি¤œমানের খোয়া ও রাস্তার দুই ধারের এজিংয়ে ৩ নম্বর ইট ব্যবহার করা হয়েছে।
নাটিমা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমি খুবই অসুস্থ যেকারণে সরজমিনে দেখভাল করতে পারিনি। তবে লোকজন বিষয়টি জানালে আমি ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম। তিনি (ইঞ্জিনিয়ার) জানিয়েছেন ওই কাজে কোন অনিয়ম হচ্ছে না। সামান্য সমস্যা ছিলো তিনি তা সমাধান করে দিয়েছেন।
উপসহকারী প্রকৌশলী রোকনুজ্জামান বলেন, মের্সাস জিল্লুর রহমান এন্টারপ্রাইজ কাজটি বিক্রয় করে দিয়েছে। তবে ইস্টিমেট অনুযায়ী ১০ ইি বালুর ওপর খোঁয়া ও বালু মিশিয়ে বেড তৈরি করা হয়েছে, যা জেলা স্যাররা এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে গিয়েছে। এখানে কোন নি¤œমানের কাজ হচ্ছে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়