একাত্তরে সংঘটিত গণহত্যাকে জাতিসংঘে গণহত্যা হিসেবে স্বীকৃতির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা একাত্তর যশোর জেলা শাখা।
‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১, স্বীকৃতি চাই জাতিসংঘ’ শিরোনামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমরা একাত্তর যশোর জেলা শাখার আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সাধারণ সম্পাদক সাজেদ রহমান, সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ মো.
আতিকুর রহমান, প্রেস ক্লাব যশোরের যুগ্ম সম্পাদক ও আমরা একাত্তর যশোরের সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, অধ্যাপক গোপীকান্ত সরকার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আমরা একাত্তর যশোরের সদস্য কাজী শাহেদ নওয়াজ।
মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধে গণহত্যার ইতিহাস তুলে ধরে জাতিসংঘের স্বীকৃতির দাবি তুলে ধরেন। পাশাপাশি এই দাবিকে জোরালো করতে সর্বস্তরের নাগরিককে জোর গলায় আওয়াজ তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।