প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩ , ২:০৪ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৭, ২০২৩ , ২:৫১ অপরাহ্ণ
যশোরের শার্শায় পাগল পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (৬ই অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়ার আমির আলী গার্ডেনে মিশন কবীরের বাসার ভাড়াটিয়া মংলা এলাকার আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক (৪৩) ও ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে সোহেল রানা (৩৮)। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমার এর ছেলে রাজ কুমার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বেনাপোল থেকে যশোরের অভিমুখী যাচ্ছিলো। পথিমধ্য শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌছালে রাস্তা পারাপারের সময় এক পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এবং গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সোহেল রানা নিহত হয়।
খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমারকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে। আহত রাজ কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।