রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অনন্য অর্জন

আগের সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক থাকা আমাদের জন্য ভালো

পরের সংবাদ

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭

আইর/

রূপান্তর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ , ১:০৫ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৬, ২০২৩ , ১:০৫ অপরাহ্ণ

ভারতের মহরাষ্ট্রের মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে নারী ও অল্পবয়সীরা রয়েছেন বলেও জানা গেছে।

আজ শুক্রবার ভোরে শহরের জয় ভবানী ভবনে এ আগুন লাগে। খবর এনডিটিভির।

জানা যায়, মুম্বাইয়ের গোরেগাঁওয়ে ওই ৭ তলা ভবনের অগ্নিকান্ডে নিহত ছয়জনের মধ্যে দুজন পুরুষ ও পাঁচজন নারী, যাদের দুইজন নাবালক। অন্যদিকে, আহত ৪০ জনের মধ্যে একজন নাবালকসহ ১২ জন পুরুষ এবং ২৮ জন নারী রয়েছেন।

আহতদের মুম্বাইয়ের এইচবিটি হাসপাতাল এবং কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, গোরেগাঁও পশ্চিমের আজাদনগর এলাকার অবস্থিত জয় ভবানী বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আহত বাসিন্দাদের যোগেশ্বরীর একটি ট্রমা সেন্টার এবং জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়