আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

আগের সংবাদ

শুভশ্রীর ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

পরের সংবাদ

অনুশীলনে চোট পেলেন মাহমুদউল্লাহ

আইর/

রূপান্তর স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ , ২:১৩ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২, ২০২৩ , ২:১৩ অপরাহ্ণ

বিশ্বকাপকে সামনে রেখে গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ ইংল্যান্ডের মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচকে সামনে রেখে আজ গতকাল রবিবার অনুশীলন করতে নেমেছিল দল। সেই অনুশীলনেই চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মূলত আজ আলাদা করে চারজন ব্যাটিং অনুশীলন করেছেন। তাদের একজন মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল তার হাতে লাগে। যেখানে কোনো গার্ড ছিল না। তাতে সেখানে ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

পরবর্তীতে ফিজিও সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরখ করেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহর এই চোট গুরুতর নয়। সব ঠিক থাকলে আজকের প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে তাকে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৭ উইকেটের বড় জয়ে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।

ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় অনুসারে, সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়