বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে করা আবেদনের বিষয়ে মতামত জানানো হবে রোববার। শনিবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয় সাংবাদিককে জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এর আগে গত ২৫ সেপ্টেম্বর বিদেশে চিকিৎসার অনুমতির জন্য এই আবেদন করা হয়।
বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে, জেলে যেতে হবে। ভয়েস অব আমেরিকার এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।