যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে পুরাতন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন। উপজেলা যুবলীগ নেতা শিপন সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, যুগ্ন সাধারন সম্পাদক বাবুল আক্তার বাবলু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক চাকলাদার আবুল বাশার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাঙ্গালি জাতির জীবনে একাত্তর একটি গুরুত্বপুর্ণ অধ্যায়। এ দিনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন একটি উল্লেখযোগ্য ঘটনা। আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক চড়াই উৎরাই পার করে তিনি আজকে এই অবস্থানে এসেছেন। আজ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে, মেট্রোরেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, বঙ্গবন্ধু টানেল হচ্ছে যা আগে কখনো কল্পনাও করা যায়নি। আমাদের সকলেরই উচিত উনার সংগ্রামী জীবনের ইতিহাস জানা এবং সেখান থেকে শিক্ষা নেয়া।
অনুষ্ঠান শেষ দেশ, জাতি, মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।