যশোরের চৌগাছায় আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ডিভাইন কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের শতাধিক নারী কর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমীর হোসেন, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম, নির্বাহী সদস্য আওরঙ্গজেব চুন্নুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের কেক কাটা হয়।
এদিন দুপুরে চৌগাছা পৌর ছাত্রলীগের নেতা সৌরভ রহমান বিপুল মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭জন দুঃস্থ ও অসহায়ের মধ্যে ৭৭ প্যাকেট বিরিয়ানী খাবার বিতরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।