খালেদা জিয়ার মুক্তি নয়, স্বদেশকে মুক্ত করব : মির্জা আব্বাস

আগের সংবাদ

যশোরে জামায়াত নেতার খাদ্য-বস্ত্র বিতরনে আ. লীগ নেতা বিশেষ অতিথি!

পরের সংবাদ

ছেলেকে বাঁচাতে প্রাণ গেল পিতার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৯:০৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ

সাতক্ষীরা ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশা।  ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদশার সঙ্গে তার দুই বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এসময় তারা বাদশাকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে বাদশার পিতা ফারুক হোসেন ছেলেকে ছাড়িয়ে আনতে যায়। সেখানে তাদের সাথে ঝামেলা সৃষ্টি হয় বাদশার বাবার। বাদশার বন্ধুদের ও সহযোগীদের লাঠির আঘাতে আহত হন বাদশার বাবা ফারুক হোসেন।  পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত  কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে ফারুক হোসেন সরদার (৫৫)।

স্থানীয়দের বরাতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশার সঙ্গে তার ওই দুই বন্ধুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। এসময় তারা বাদশাকে মারধর করে আটকে রাখেন।

ওসি বলেন, বিষয়টি ফারুক হোসেন জানতে পেরে ছেলেকে সেখান থেকে ছাড়িয়ে আনতে যান। তখন তিনি নয়ন ও লাকীকে বকা দেন। সেসময় নয়ন তার মামা রুবেল হোসেনকে ফোন করে ডেকে আনেন। পরে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে লাঠি দিয়ে ফারুককে বেধড়ক পেটান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জেআ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়