স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি, পিতাকে থাপ্পর মারার অভিযোগ

আগের সংবাদ

খালেদা জিয়ার মুক্তি নয়, স্বদেশকে মুক্ত করব : মির্জা আব্বাস

পরের সংবাদ

আমি প্রতিকি ‘‘কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ’’ : হুমায়ারা জান্নাত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ৮:০৮ অপরাহ্ণ

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়া। প্রতিকি সাজে সেজেছেন ৩য় শ্রেণীর ছাত্রী হুমায়ারা জান্নাত। এমন ব্যতিক্রমী সাজ সবার নজর কেড়েছে। ঝিনাইদহ-খুলনা বিএনপির রোডমার্চে  “কারাবন্দি খালেদা জিয়া” সেজে সবার দৃষ্টিগোচরে আসেন । শাড়ি পরিহিত জান্নাতের হাতে রয়েছে ধানের শীষের ছড়া । তিনি প্রতিকী জেলে চেয়ারে বসে আছেন । কিছুসময় পর পর সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত নাড়ছেন । এ দৃশ্য একনজর দেখতে বিএনপিসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় । ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা হামিদুর রহমান হামিদসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে একই পিকআপ ভ্যানে ।

চুয়াডাঙ্গা থেকে আসা বিএনপির এক কর্মী সালাম মন্ডল জানান, এটি বিস্ময়কর প্রতিবাদ । আমি দেখে মুগ্ধ ও হতবাক হয়েছে ।

এ ব্যাপারে বিএনপি নেতা ও বাবা হামিদুর রহমান হামিদ জানান, দেশের সবাই জানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিনা দোষে বছরের পর বছর আটকে রাখা হয়েছে । তিনি যদি সুস্থ থাকতেন ও অন্যায়ভাবে কারবন্দি না হতেন তবে তিনি অবশ্যই এখানে আজকের রোডমার্চে অংশ নিতেন । তাই বেগম খালেদা জিয়া স্ব-শরীরে না থাকলেও প্রতীকিভাবেই তাকে উপস্থিত রাখা হয়েছে এই রোডমার্চের বহরে।

ঝিনাইদহ থেকে খুলনামুখী রওনা হওয়া রোডমার্চে প্রতীকি কারাগারের দেওয়ালে বেগম জিয়ার মুক্তির দাবিও লিখে রাখা হয়েছে।

হুমায়ারা জান্নাত প্রার্থনা জানান, আমি খালেদা জিয়াকে ভালোবাসি । আমি বিএনপিকে ভালোবাসি । গণতন্ত্র পুনুরুদ্ধারে দেশনেত্রীকে যেভাবে দিনের পর দিন, বছরের পর বছর কারা বরণ করতে হচ্ছে । তার সু-চিকৎসার প্রয়োজনে তাকে বিদেশে যেতে দিচ্ছে না । তাই আমি প্রতিকি খালেদা জিয়া সেজে মানুষকে জানাতে এসেছি দেশের বর্তমান পরিস্থিতি ।

রোডমার্চের বহরটি ঝিনাইদহ থেকে মাগুরা-যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছে। এই রোডমার্চের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জেআ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়