বাগআচঁড়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আগের সংবাদ

পুটখালির গরুর খাটাল ব্যবসায়ী নাসির উদ্দিনকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ পরিবারের

পরের সংবাদ

চৌগাছায় অর্থ-সহায়তা পেলো দুই ক্ষুদে আবিস্কারক ও সাংবাদিক পুত্র

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ৭:২২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ

যশোরের চৌগাছা উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে উপজেলার দুই ক্ষুদে আবিস্কারক ও এক অসুস্থ সাংবাদিক পুত্রকে নগদ অর্থ-সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ‘চালক ঘুমিয়ে গেলে নিজে থেকে বন্ধ হবে, গাড়িতে মাদক থাকলে স্টার্ট নেবে না’ এমন স্মার্ট কারের আবিস্কারক উপজেলার এবিসিডি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেনকে তার প্রজেক্ট এগিয়ে নেয়ার জন্য এবং স্থানীয় সাংবাদিক কবিরুল ইসলামের ছেলের অসুস্থ জনিত চিকিৎসায় সহায়তার জন্য ৫ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেয়া হয়। এরআগেও গত ১৮ সেপ্টেম্বর নিজের প্রজেক্ট প্রদর্শনের জন্য বিল্লালকে দুই হাজার টাকা অর্থ সহায়তা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়া শারিরিক প্রতিবন্ধীদের জন্য এআই কার উদ্ভাবনকারী শহরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অকিমুল ইসলাম রিফাতকে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তার প্রজেক্টকে এগিয়ে নিতে ৫ হাজার টাকা অথর্-সহায়তা দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ কল্যাণ তহবিলের সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যশোর জেলা প্রশাসনের আয়োজনে ৫২ বছর আগের ইতিহাস স্মরণ করল যশোরবাসী

উপজেলার বিভিন্ন অসুস্থ মানুষ, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার উদ্যোগে উপজেলা পরিষদ কল্যাণ তহবিল নামে একটি তহবিল খোলা হয় এবং সোনালী ব্যাংকের চৌগাছা শাখায় একটি ইন্টারন্যাশনাল ব্যাংকিং হিসাব খোলা হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে দুই থেকে দশ টাকা করে তুলে সেই হিসাবে রাখা হয়। এছাড়া দেশে-বিদেশে অবস্থানকারী যে কেউ যে কোন সহযোগিতা হিসেবে ওই একাউন্টে টাকা জমা দিতে পারেন। সেখান থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের অসুস্থ ব্যক্তিরা, দুর্ঘটনা কবলিত অসহায় ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা, দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী এবং বিভিন্ন শিক্ষার্থীদের উদ্ভাবনে উৎসাহ প্রদানের জন্য সহযোগিতা করা হচ্ছে। সোমবার পর্যন্ত উপজেলার মোট ১২ ব্যক্তি ও শিক্ষার্থীকে এই উপজেলা পরিষদ কল্যাণ তহবিল থেকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন চৌগাছার যে কোন পর্যায়ের যে কোন ব্যক্তি যে কোন অংকের টাকা এই হিসাবে প্রদান করে এসব অসহায়দের পাশে দাড়াতে পারেন। সর্বোচ্চ সচ্ছতার সাথে এই অর্থ দুঃস্থ ও অসহায়দের চিকিৎসা ও শিক্ষাসহ বিভিন্ন সহায়তায় ব্যয় করা হবে।

জেআ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়