যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ২ টা পযর্ন্ত শার্শা উপজেলার বাগআঁচড়া বাজার এলাকায় বিভিন্ন ক্লিনিকে ও ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায়, অপারেশন অপারেশন থিয়েটারের মান অব্যবস্থাপনা ও অপরিষ্কার থাকার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আল-মদিনা প্রাইভেট হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কামরুজ্জামানকে ১০ হাজার টাকা। জনসেবা ক্লিনিকের মালিক সাজুকে ৫ হাজার টাকা, মেহেরুন্নেসা ক্লিনিকের মালিক ডা. লালটুকে ৫ হাজার টাকা, ও বাগআঁচড়া নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. শাহিনকে ২ হাজার টাকা জরিমানা ও কাগজ পত্রে ত্রুটি থাকার কারণে ৩০ দিনের মধ্যে সংশোধন করে ক্লিনিক পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জেন্ট এমডি হাবিবুর রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবু সাঈদসহ পুলিশের একটি টিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।