নেহালপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান নজমুস সাদাতের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

আগের সংবাদ

জনগণ বাংলার মাটিতে আ’লীগকে আর কোন প্রহসনের নির্বাচন করতে দেবে না: অমিত

পরের সংবাদ

যশোরের সাড়ে ৪ কোটি টাকার সোনার চালনসহ দুই পাচারকারি আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৯:৪০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩ , ৯:৪০ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৪ কেজি ৬০০ গ্রাম সোনাসহ দুই পাচারকারীকে আটক করেছে। নাভারন সার্কেলের সহকারি পুলিশ নিশাত আল নাহিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাজারের তরিকুলের চায়ের দোকানের সামনে থেকে দুই মোটরসাইকেল আরোহীকে পুলিশ আটক করে।

পরে আটক মাসুম বিল্লাহ নামে যুবকের শরীর তল্লাশি করে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো দশটি সোনারবার উদ্ধার করে। উদ্ধার হওয়া দশটি সোনার বারের মধ্যে এক কেজি ওজনের চারটি, ১০০ গ্রামের ছয়টি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

আটকৃতরা হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে মাসুম বিল্লাহ( ৩২) যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্কর এর ছেলে শাহিন আলম (৩৩)।

পুলিশের এই অভিযানের সময় ঝিকরগাছার সরকারি কমিশনার ভূমি মামুনুর রশিদ উপস্থিত ছিলেন বলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত নিশ্চিত করেন। আটকৃত সোনার শুল্ক গুদামে জমা দিয়ে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জেআ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়