যশোরের মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি সম্মিলিত ঈদগাহ ময়দানে সাবেক চেয়ারম্যান মরহুম নজমুস সাদাতের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ১৬ নং নেহালপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে মৃত্যু বার্ষিকী পালন করা হয় । ইউনিয়ন বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে এবং বি এন পি নেতা মনোয়ার হোসেনের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা বি এন পির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আল্বহাজ্ব এ্যাড শহীদ মো. ইকবাল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, মনিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সোন্তোষ,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, মনিরামপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মুক্তার হোসেন, মনিরামপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আইয়ুব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান শফিয়ার রহমান, উপজেলা বিএনপির সদস্য মো. ফারুক হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. আলাউদ্দিন আল, নেহালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আমজা গাজী,কোষাধক্ষ্য নেহালপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বদরুজ্জামান, নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য হরিচাঁদ মল্লিক,সাবেক সদস্য উপজেলা বিএনপি মাস্টার জয়নুল আবেদীন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ছাত্র নেতা তৌফিক মোস্তফা শাওন,মনোয়ার হোসেন। এছাড়া সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।