চৌগাছায় আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামানের গণসংযোগ

আগের সংবাদ

ইইউ পর্যবেক্ষক না এলে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না

পরের সংবাদ

ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৭:৪৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৭:৪৬ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা পৌরসদরের পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর বাস্তবায়নে যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছার পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল ইসলাম।

উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাসরিন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান, সহকারী শিক্ষক সাগর হোসেন, উলাসী সৃজনী সংর্ঘের ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আক্তার, শিক্ষার্থী সৈয়দ সাহাবাজ আহমেদ, রিংকী খাতুন, মিথিলা খাতুন ও মহুয়া বিশ্বাস প্রমুখ। এসময় উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

টিএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়