যোগদান করেছেন যশোরে কোতয়ালি থানার নতুন ওসি আব্দুর রাজ্জাক

আগের সংবাদ

দৌলতপুর আসনে আ.লীগের মনোনয়ন পেতে মরিয়া সাবেক এমপির দুই পুত্র

পরের সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৮:২৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৮:২৬ অপরাহ্ণ

নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসসহ ৬ জনের বিরুদ্ধে বকেয়া পাওনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই মামলা করেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক ফারুকুল ইসলাম। আদালতের বিচারক একেএম ফজলুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর শুনানির তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মজুরি, গ্রাচুইটি, অর্জিত ছুটির অর্থবাবদ বাদীর পাওনা রয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা। ক্ষতিপূরণের দাবিতে এই মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, মামলার এক নম্বর বিবাদী ড. ইউনূস বাদী ফারুকুল ইসলামকে ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পরিশোধ না করে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর গ্রহণে বাধ্য করেন। ইতোপূর্বে তার মতো ১ হাজার ২০০ জন কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়