বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেফতার ৩

আগের সংবাদ

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ ঘন্টায় ১৭ শিশুর স্বাভাবিক প্রসব

পরের সংবাদ

পাবনায় ঠাকুর অনুকুল চন্দ্রের শুভার্বিভাব দিবসে সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভার্বিভাব দিবসে মহা মহোৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউটে একটি সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

এসময় ঠাকুর অনুকুল চন্দ্রের মানবিকতার নানা বিষয় তুলে ধরেন এমপি প্রিন্স। একইসাথে তিনি জানান পাবনা যেসকল কারণে গর্বিত, তার মধ্যে অন্যতম গর্বের ব্যাপার হলো ঠাকুর অনুকুল চন্দ্রের সাথে পাবনার নাম দারুণভাবে জড়িত।

সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি শ্রী কুঞ্জবিহারী আদিত্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রী ধৃতব্রত আদিত্য । বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও পাবনা জেলা আ.লীগের যুগ্ম সম্পাফক এড. আব্দুল আহাদ বাবু, সৎসঙ্গ বাংলাদেশ এর সহ-সভাপতি প্রদীপ কুমার দেব, নির্বাহী সদস্য অনিল প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি সহ ঠাকুর অনুকুল চন্দ্রের ভক্তবৃন্দ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়