যশোর পুলিশ সুপারের শুদ্ধাচার পুরস্কার লাভে মিষ্টি বিতরণ

আগের সংবাদ

ঝোপঝাড়ের মাত্রা বৃদ্ধিতে নোবিপ্রবিতে সাপ আতঙ্কে শিক্ষার্থীরা

পরের সংবাদ

পাচার হওয়া ১৯ নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত 

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১:১৩ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১:১৭ পূর্বাহ্ণ

ভারতে পাচার হওয়া ১৯ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

এরা ভারতের পশ্চিমবঙ্গের ধ্রুবাশ্রম, লিলুয়া, কিশোরালয় ও আনন্দ আশ্রম নামে মানবাধিকার সংগঠনের শেল্টার হোমের হেফাজতে ছিল।

শুক্রবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস।

ফেরত আসাদের মধ্যে পাঁচ জন নারী ও দুইটি শিশু রয়েছে।যাদের বাড়ি জামালপুর,নাটোর, সাতক্ষীরা, পটুয়াখালী,কুমিল্লা,পঞ্চগড়,চাঁদপুর,বাগেরহাট, খুলনা,লালমনিরহাট ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

মানবাধিকার সংগঠন ‘জাস্টিক এন্ড কেয়ারের’ সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা এদেরকে ভারতে নিয়ে যায়।সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় এরা পুলিশের হাতে আটক হয়।পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সেখান থেকে কয়েকটি মানবাধিকার সংগঠন তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের আশ্রয়ে রাখে।’

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তারা দেশে ফিরেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন,চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার হেফাজতে দেওয়া হয়।পরে সেখান থেকে ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদেরকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ৭ জন, ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি’ ৬ জন ও ‘রাইটস’ যশোর ৬ জনকে গ্রহণ করে।#

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়