ওয়ান ইলেভেন সরকারের সময়ে দায়েরকৃত চাঁদাবাজি মামলায় মনিরামপুর থানা বিএনপির বর্তমান আহবায়ক, পৌর সভার সাবেক মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনসহ ১১ জন খালাস পেয়েছেন। বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মামলায় রায়ে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ ইকবাল হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মকবুল ইসলাম।
ঝাঁপা বাওড়ের তৎকালীন মৎসজীবী সমিতির সম্পাদক গোপাল বিশ্বাস বাদি হয়ে চাঁদাবাজির এ মামলাটি দায়ের করেন।
অ্যাডভোকেট মকবুল ইসলাম জানান, গোপাল বিশ্বাস বাদি হয়ে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ঝাঁপার সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, মাদ্রাসা শিক্ষক আবদুর রশিদ মুকুলসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দুই লাখ টাকার চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে বিগত ওয়ান ইলেভেন সরকারের আমলে থানায় মামলাটি করেন ২০০৭ সালে। পরে ২০১১ সালের দিকে মামলার তদন্তকারি অফিসার ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন ধরে স্বাক্ষীদের শুনানীতে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক ওই আদেশ দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।