দেশের প্রথম ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত

আগের সংবাদ

বিশ্ব এটোপিক ডার্মাটাইটিস বা একজিমা দিবস পালিত

পরের সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের সাক্ষাৎ, চিন্তার ভাঁজ মাগুরার মনোনয়ন প্রত্যাশীদের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৩ , ৮:৩৪ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হঠাৎ এশিয়া কাপের মাঝেই প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করলেন। এতে মাগুরার নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেক আগে থেকেই শোনা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ক্রীকেট বিশ্বের এ অলরাউন্ডার কিং। এতে করে মাগুরার দুটি আসনের সকল প্রতীক প্রার্থীদের কপালে বাড়তি চিন্তার ভাঁজ দেখা দিয়েছে;যেন আঁধার ঘরের সাপ সারা ঘরেই থেকে যাচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মুচকি হেসে বলেন “আপাতত ক্রীকেটের বাইরে তিনি অন্য কিছুই চিন্তা করছেন না”।

অনেকেই ঐ মুচকি হাসির মধ্যে গভীর রহস্যে গন্ধ খুঁজে চলছেন। কেননা গত নির্বাচনেও নড়াইল থেকে নড়াইল এক্সপ্রেস ক্ষ্যাত মাশরাফির বাউনচার দেখেছেন। হটাৎ করে এলেন, দাঁড়ালেন এবং হয়ে গেলেন।এমন জনপ্রিয় সেলিব্রিটিরা তেমন কোন ডামাডোল বাজিয়ে নির্বাচনে আসে না। তাছাড়া তাদের অন্য প্রার্থীদের মত তেমন কোন জনসংযোগ ও রাখার প্রয়োজন পড়ে না,তাই এমন আশংখ্যাকে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না ।

এখন দেশের সাধারণ জনগণের নির্বাচন নিয়ে তেমন মাথা ব্যথা নেই বা থাকলেও তাতে তেমন ফল হয় না,, কেননা নির্বাচন হয়ে গেছে দলীয় প্রতীক নির্ভর। একবার প্রতীক পেলেই নির্বাচনে অর্ধেক জয় নিশ্চিত।তাই সারা দেশে মত মাগুরার নির্বাচনের মাঠ  মিশ্র সংশয়ে পরিপূর্ণ।

এসএমরা/জেআ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়