যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে ছাত্রদল নেতা হোসেন আলী নিহত হয়েছে। এ সময় আহত হয় আলমসাধু চালক জাহিদ হোসেন। পৌরশহরের তাহেরপুরের আব্দুল লতিফের ছেলে নিহত হোসেন আলী। বুধবার সকাল ১১ টার দিকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হোসেনের মরদেহ দাফন করা হয়।
নিহতের পরিবার ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান জানান, পৌরশহরের তাহেরপুর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আলী(২২) পিতার রাইচমিলের জন্য ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজার থেকে একটি আলমসাধুতে চাল বোঝাই করে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধু রাস্তার পাশে উল্টে পড়ে। এতে হোসেন আলী ও আলমসসাধু চালক জাহিদ হোসেন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হোসেন আলীর মৃত্যু হয়।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।
এদিকে ছাত্রদল নেতা হোসেন আলীর অকালমৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাইসহ দলীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।