ঝিনাইদহ-৩ আসন (কোটচাঁদপুর-মহেশপুর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির দু’বারের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আজিবর রহমান মোহন। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করে তিনি এ ঘোষণা করেন।
তিনি বলেন, আওয়ামীলীগের সংকট কালে আমরা সামনে থেকে কাজ করি। যে কারণে হামলা-মামলার স্বীকার হতে হয়েছে। দল দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় অথচ দুঃসময়ের নেতা-কর্মীরা আজ আর মাঠে নেই। কথিত জনপ্রতিনিধি ও রাজনীতিকদের কারণে পরিক্ষিত এ মানুষগুলো নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন। তাছাড়া হাইব্রীডরা প্রকৃত আ.লীগারদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এদের হাত থেকে মুক্তি পেতে চায়।
তিনি বলেন, আমি মনোনয়ন পেলে দলের অবহেলিত ও নিষ্ক্রিয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠবে। আমার পিতা মরহুম আলী কদর তরফদার ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মা আছিয়া কদর ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি ও আমার পরিবারের কেউ জামায়াত বিএনপি’র রাজনীতি করেনা। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এ আসন থেকে আমি নির্বাচন করবো।
তিনি বলেন, আমি এ আসন থেকে নির্বাচিত হতে পারলে সকল পর্যায়ের অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ জনগণের মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করবো। তিনি দত্তনগরের কৃষি ফার্মের সাথে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও ইচ্ছা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, আ.লীগ নেতা চাঁদ আলী, প্রভাষক আব্দুল আজিজ, মফিজুর রহমান ও রকীব হাসান প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।