চৌগাছায় সূধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আগের সংবাদ

ঝিকরগাছায় জনতার হাতে ৪ নারী চোরচক্র আটক

পরের সংবাদ

সাতক্ষীরা জেলা মৎসজীবি লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ১০:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বিসিডি এস ভবনের কনফারেন্স রুমে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলায় যে ব্যক্তিকে নৌকা প্রতীক দিবেন, সাতক্ষীরা মৎস্যজীবী লীগ তার পক্ষে কাজ করবে। তিনি বলেন, কোন ব্যক্তির পক্ষে না, দলীয় নৌকা প্রার্থীর পক্ষে কাজ করব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ। এ সময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবি লীগে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, সেকেন্দার আবু জাফর বাবু, মুনাল কান্ডি মন্ডল, যুগ্ন-সম্পাদক তৌহিদ হাসান, অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ। বর্ধিত সভাটি সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান।

এসএমরা/জেআ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়