ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঝিনাইদহে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী( হিজল) । সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম ।
এ সময় বক্তারা বলেন, আত্মহত্যা বা সহিংসতা নয়। একমাত্র খেলা মানুষকে নতুন জীবনের স্বাদ, আনন্দ দিতে পারে । সবসময় প্রতিযোগীতা থাকবে তবে তা হতে হবে গঠনমূলক । ফুটবল দেশের অন্যতম জনপ্রিয় খেলা । এ খেলা মানুষের মনকে সতেজ করে তোলে । কর্মঠ হয়ে নতুন উদ্যমে কাজ করার সুযোগ করে দেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।