নড়াইলে পৌর মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আয়োজনে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওয়া বেগমের সঞ্চালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আহমেদ ও পৌর মেয়র আঞ্জুমান আরার জেষ্ঠ কন্যা সঞ্চিতা আহমেদ।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশে নারীদের সমঅধিকার নিশ্চিত করেছে। কর্মক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে উন্নত করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এসময় ওয়ার্ড ও পৌর মহিলা আওয়ামী লীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।