সামান্থা এবার রাজনীতিতে নামছেন!

আগের সংবাদ

শর্ত সাপেক্ষে বাড়ছে বেগম জিয়ার মুক্তির মেয়াদ: আইনমন্ত্রী

পরের সংবাদ

পাত্র খুঁজছেন সায়ন্তিকা

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ

টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমায় নায়ক জিৎয়ের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। সায়ন্তিকা অভিনয়ের বাইরে তার নাচের জন্যও ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকেন। আর অভিনয়ের পাশাপাশি শারীরিক চর্চায়ও বেশ সক্রিয় দেখা যায় তাকে।

সম্প্রতি বাংলাদেশের দুইটি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা। সেই সূত্রে বাংলাদেশে মাঝেমধ্যেই যাওয়া-আসার চলছে তার। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকার বিয়ের বিষয়ে কথা বলেন, সায়ন্তিকা জানান, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন।

অভিনেত্রী জানান, তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যে ইচ্ছুক সে যোগাযোগ করতে পারেন। বর্তমানে বাংলাদেশের এই দুই সিনেমার চরিত্র নিয়ে ব্যস্ত সায়ন্তিকা।

বেশ কয়েক বছর হলো দুই বাংলার কাজের আদান-প্রদান বেড়ে গিয়েছে বহু মাত্রায়। সিনেমা থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও দুই বাংলাকেই বেছে নিচ্ছেন তারকারা। কয়েক মাস আগে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো।

তিনি জানিয়েছিলেন, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো ভাষা। হয়তো বলার ধরনটা আলাদা, কিন্তু ভাষা যেহেতু একই.. তাই দুই বাংলার প্রত্যেকটি আমাদের সিনেমার দর্শক। তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।

আইএইচআর/কেএসআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়