পয়লা বৈশাখ তারিখটি ‘বাংলা দিবস’ এবং ‘বাংলার মাটি বাংলার জল’ গানকে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত হিসেবে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ বৃহস্পতিবার বিধানসভায় বাংলা দিবস ও রাজ্য সংগীত হিসেবে তিনি একে প্রস্তাব করলে তা পাস হয়। এখন রাজ্যপাল সই করলেই বাংলা দিবস ও রাজ্য সংগীত নির্ধারণ চূড়ান্তভাবে সম্পন্ন হবে।
তবে মমতার এই প্রস্তাবের বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়কেরা। বিধানসভায় প্রস্তাব পাসের পরেই বিরোধিতা করেন তারা। বিক্ষোভও দেখান। বিরোধীরা বলছেন, প্রস্তাবে রাজ্যপালকে সই করতে দেবেন না।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যপাল সই না করলেও আমাদের কিছু যায়-আসে না। আমরা এটাকে পালন করব। আমি দেখতে চাই জনগণের চেয়ে কার শক্তি বেশি?
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।