খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

আগের সংবাদ

টানা দু’দিন ৭০০ কোটি টাকার বেশি লেনদেন

পরের সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জাপা এমপির

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:১২ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:১২ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেছেন, ডেঙ্গুর মৃত্যুতে মানুষের আহাজারি মনে হয় কেউ শুনতে পাচ্ছেন না। এ রোগ ঠেকাতে সমন্বিত ব্যবস্থা নেন। মানুষের আর্তনাদ একটু শুনুন। জীবন রক্ষার জন্য এগিয়ে আসুন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিজে দুবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জানিয়ে জাপার এমপি বলেন, এ মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ছয়শর বেশি মানুষ মারা গেছেন। দেশব্যাপী মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের কাজ। স্থানীয় সরকার পুরো দায়িত্ব নিচ্ছে না। তারা বলছে, চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে যৌথ উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করার আহ্বান জানান।

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ভাই-বোনের মৃত্যুর কথা তুলে ধরে পীর ফজলুর রহমান বলেন, সেদিন এক পরিবারের দুটি শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। দুটি মাছুম বাচ্চা, ভাই-বোন মারা গেল! এই আহাজারি, এই কান্না আমার মনে হয় কেউ শুনতে পাচ্ছেন না। এটি ভয়াবহ। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন– ডেঙ্গু নিয়ন্ত্রণে অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। তিনি এ কাজে কীটতত্ত্ববিদদের যুক্ত করার দাবি জানান।

চিরুনি অভিযান প্রয়োজন 

বিলের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, পত্রিকায় দেখেছেন, ২৩৫ সরকারি কর্মকর্তার যুক্তরাষ্ট্রে বাড়ি পাওয়া গেছে। রাষ্ট্রের তো সব জায়গায় চিরুনি অভিযান প্রয়োজন। তারা কীভাবে দেশ থেকে টাকা পাঠালেন? এখান থেকে তো চিকিৎসা ও শিক্ষা ছাড়া কোনোভাবেই টাকা পাঠাতে পারেন না। ২৩৫ বাড়ি কীভাবে কেনা হলো? কোন চ্যানেলে টাকা গেল? এসব খতিয়ে দেখতে একটা অলপার্টি পার্লামেন্টারি টাস্কফোর্স দরকার। এ টাস্কফোর্স টাকা ফেরত নিয়ে আসবে।

বিল পাস

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন বিল সংসদে তুললে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে বলা হয়, বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা করা হবে, যেটি দেশি-বিদেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাক্রিডিটেশন দেবে। মেয়াদ হবে পাঁচ বছর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়