আর ‘বহিরাগত’ এমপি চান না আওয়ামী লীগ নেতাকর্মী

আগের সংবাদ

‘ভুঁইয়ত গেইলে কলিজা ছ্যাদ করে উঠে বাহে’

পরের সংবাদ

নারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে বাগেরহাটে সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ২:০৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ২:০৮ অপরাহ্ণ

৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় নিজের চেয়ে অন্তত ২৫ বছরের বড় এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় নাদিয়ার। মতের বিরুদ্ধে বাবা-মা জোর করে বিয়ে দেন তাকে। তবে দু’দিনের বেশি থাকতে পারেনি সে। বাড়ি ফিরে এলেও মানসিক ও শারীরিক ধাক্কা সামলে স্বাভাবিক জীবনে ফিরতে অনেক দিন লেগে যায় তার।

মানুষের অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে। তবে জীবনযুদ্ধে এগিয়ে যেতে সব কিছু উপেক্ষা করে মেয়েটি পড়াশোনা চালিয়ে গেছে। কিন্তু চলতি বছর এসএসসি পরীক্ষা শেষে আবারও একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে তার জীবনে। জোর করে নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এক ব্যক্তির সঙ্গে ফের বিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু সেই সংসারও টেকেনি। সপ্তাহ ফুরানোর আগেই তাকে ফিরে আসতে হয় বাবার বাড়িতে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবে নিজের জীবনে ঘটে যাওয়া এই করুণ কাহিনী বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নাদিয়া নামের এক কিশোরী।

বাগেরহাটে স্থানীয় পর্যায়ে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় অন্য অনেকের মতো নিজের অভিজ্ঞতা বর্ণনা করে সে। এ সময় অংশগ্রহণকারীরা সমাজ ও জীবনে ঘটে যাওয়া নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন এবং নারীদের সুরক্ষা নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করেন।

বাগেরহাট প্রেসক্লাবে ‘বাঁধন মানব উন্নয়ন সংস্থা’ আয়োজিত এই সভায় প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক সাহেলা পারভীন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, সদর থানার নারী ও শিশু নির্যাতন সেলের কর্মকর্তা উপপরিদর্শক মমতাজ বেগম, বাঁধনের মুশফিকুর ইসলাম রিতু প্রমুখ।

বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এসব রক্ষা করতে নারীদের আরও সচেতন হতে হবে। সেই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা নেওয়ার আহবান জানান তারা। সভায় জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবক, নির্যাতনের শিকার নারী, কিশোরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়