যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়তে চান হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৌহিদুজ্জামান তুহিন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ্রহের কথা জানিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। আসন্ন নির্বাচনে এই আসনে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীনসহ আরও ডজনখানেক প্রার্থী নৌকার মাঝি হওয়ার জন্য ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
মতবিনিময়কালে ডা. তুহিন বলেন, বিভেদ সৃষ্টি করতে নয়, স্থানীয় অনেকেই ক্ষমতাসীন দলের মনোনয়নপ্রত্যাশী। তাই আমিও প্রার্থিতা ঘোষণা করলাম। পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। গত তিনটি সংসদ নির্বাচনে প্রতিবারই প্রার্থী পরিবর্তন হয়েছে। আমার বাড়ি ঝিকরগাছা উপজেলার কীর্ত্তিপুর গ্রামে। এলাকার সন্তান হিসেবে জাতীয় সংসদের সদস্য হওয়ার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে শুধু আওয়ামী লীগেরই এক ডজন নেতা দলীয় মনোনয়নপ্রত্যাশী। তারা ইতোমধ্যে নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। সভা, সমাবেশ, উঠান বৈঠক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টাসহ এলাকাবাসীর সমস্যার কথা শুনছেন। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে নানা প্রচারপত্র ভোটারদের মাঝে বিতরণ করে বিভিন্ন আশ্বাসও দিচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।