নওগাঁর মান্দায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলার মান্দা উপজেলার ঘাটকৈর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শ্রী কাঞ্চন সরকার এবং তার স্ত্রী আরতি সরকার।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।