মুক্তিপণ দাবির ৪৮ ঘণ্টা পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আগের সংবাদ

মায়ের সঙ্গে কারাগারে শিশু মৌ

পরের সংবাদ

সদরপুরে নদী ভাঙন কবলিতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৫০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৫০ অপরাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয় ইউনিয়নের সাম্প্রতিক নদী ভাঙন কবলিতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নন্দলালপুর বাজারে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় ১৬০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করেন এমপি।

বিতরণ শেষে দিয়ারা নারিকেলবাড়িয় ইউনিয়নের চেয়ারম্যান নাসির সরদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মামুন আল রশিদ, উপজেলা ভাইস চেয়াম্যান মিজানুর রহমান শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু এহসান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়