নির্বাচনে সবার সাথে খেলে জিততে চাই, বিএনপি চায় পালাতে

আগের সংবাদ

মুক্তিপণ দাবির ৪৮ ঘণ্টা পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

পরের সংবাদ

ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান ১৪তম

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৪৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৪৩ অপরাহ্ণ

রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। ৮৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৪তম। বায়ুর এ মান ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। এদিকে বায়ুদূষণের শীর্ষে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৭৯।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৮৪। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং শহর। চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, স্কোর ১৬৩। পঞ্চমে ইন্দোনেশিয়া জাকার্তা শহর, স্কোর ১৬০।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়