আমার প্রিয় ক্যাম্পাস

আগের সংবাদ

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পরের সংবাদ

‘বীরাঙ্গনা মঞ্চ’ নাম পাবে নারায়ণগঞ্জের মুক্তমঞ্চ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৩১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১:৩১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের জল্লারপাড়ায় শেখ রাসেল পার্কের মুক্তমঞ্চটির নাম ‘বীরাঙ্গনা মঞ্চ’ করার ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

এদিন বেলা ১১টায় নারীপক্ষের আয়োজনে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শুরু হয় সভাটি। ‘স্বাধীনতার ৫০ বছর, বীরাঙ্গনার অবহেলা-অপমান এবার হোক অবসান’ শীর্ষক সভায় মেয়র আইভী বলেন, ‘দেশের মুক্তিযুদ্ধ চলাকালে অসংখ্য মা-বোনের ইজ্জতহানি হয়েছিল। তাদের ধর্ষণের শিকার হতে হয়েছে। এখন আমরা এই কথা বলতে লজ্জাবোধ করি।’

তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘ধর্ষিতা বলতে লজ্জা কেন? লজ্জার কী আছে? ওরা আমাদের মা-বোনদের ধর্ষণ-অত্যাচার করেছে, আঘাত করছে, সম্মানহানি করছে। রাতভর নির্যাতন করেছে, ৬-৭ মাস খাবার খেতে দেয়নি। এখন আমরা ধর্ষিতা বলতে পারি না, বীরাঙ্গনা শব্দ বলতে পারি না!’

এমন সব নারীকে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে মেয়র আরও বলেন, ‘আমরা এখন সেই সম্মানিত নারীদের ভুলে যেতে চাচ্ছি? সবই কি পুরুষদের কৃতিত্ব? মুক্তিযুদ্ধে নারীদের কৃতিত্ব ছিল না? মায়েদের মর্যাদা দিতে হবে।’

বীরাঙ্গনা শব্দটি প্রায় বিলুপ্ত হয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, নারীপক্ষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাছে বীরাঙ্গনাদের সম্মানে একটি মঞ্চ ও একটি তোরণ দাবি করেছে। এর পরিপ্রেক্ষিতে জল্লারপাড়ার মুক্তমঞ্চটি ‘বীরাঙ্গনা মঞ্চ’ নামকরণের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, নারীপক্ষ ও চারুকলা ইনস্টিটিউটের চাহিদা অনুযায়ী মঞ্চটি সাজিয়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী বাবুল, সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি, সদস্য ও জেলা খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সমীরণ চৌধুরী, নারীপক্ষের গীতা সাহা প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়