বরিশাল সিটির আয় নেই তবু মেয়রের বিলাসিতা

আগের সংবাদ

জি২০ সম্মেলনে নরেন্দ্র মোদির বাজি

পরের সংবাদ

জন্ম ১৯৭০ সালে, এসএসসি পাস ১৯৭৫ সালে!

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১১:৫১ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ১১:৫১ পূর্বাহ্ণ

জন্ম ১৯৭০ সালে। আর এসএসসি পাস ১৯৭৫ সালে। চাকরিতে যোগ দেন ১৯৮৮ সালে। তথ্য অনুযায়ী, ৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন তিনি। চাকরি করছেন ১৮ বছর থেকে। এমন আকাশ-পাতাল গরমিল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক শিক্ষকের কাগজপত্রে। মিথ্যা জন্ম তারিখ দিয়ে ৩৫ বছর ধরে শিক্ষকতা করছেন মোবারক আলী সরদার নামের ওই শিক্ষক।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের মৃত মৌজে আলী সরদারের ছেলে মোবারক আলী সরদার বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। যার রোল নম্বর-২৫২, রেজিস্ট্রেশন নম্বর ৪২৭১৮, শিক্ষাবর্ষ-১৯৭৩-৭৪, জন্ম তারিখ ৫ মে ১৯৬০ সাল। তিনি ১৯৭৫ সালের ৬ নভেম্বর বিয়ে করেন। বিবাহ রেজিস্ট্রেশনে তার জন্ম তারিখ ৬ নভেম্বর ১৯৫৪। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ১৯৭০।

একই এলাকার অনিল চন্দ্র তালুকদার বলেন, ‘মোবারক আলী আর আমি ১৯৭৫ সালে একই সঙ্গে মেট্রিক পাস করেছি। আমি স্বাস্থ্য দপ্তর চাকরি করতাম। সেখান থেকে অবসর নিয়েছি বেশ কয়েক বছর হয়েছে। মোবারক আলী এখনও চাকরি করছেন। তার নাকি অবসরের সময় এখনও হয়নি। এটা কেমন করে হয় বুঝতে পারছি না।’

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোবারক আলী ১৯৮৮ সনের ৫ ডিসেম্বর বলতলা আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি ৭২ নম্বর বলতলা নবলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা শুরু করেন। এখনও বহাল তবিয়তে রয়েছেন শিক্ষক মোবারক আলী।

এ বিষয়ে জানাতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত মোবারক আলী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ এখনও হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়