ভিজে ভাব (ময়েশ্চার) স্মার্টফোনের জন্য ক্ষতিকর। বৃষ্টির সময়ে ভিজে ভাবের কারণে মাদারবোর্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতি হয় ক্যামেরা ও ডিসপ্লেরও। ব্যাটারি তো বলাই বাহুল্য। তাই ভিজে হাতে ফোন ধরা বা ফোনকে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা থেকে দূরে থাকতে হবে। এখনও অনেকেই স্মার্টফোন স্যানিটাইজ করতে ফোন ভিজিয়ে ফেলেন। স্মার্টফোনে ময়লা বা স্ক্রিনের ভাইরাস দূর করতে ভিজে ভাব রাখা যাবে না। জীবাণু মারার জন্য ফোনকে বারবার স্যানিটাইজ করা উচিত নয়। ফলে ভিজে ভাব ছড়িয়ে যায় ফোনের বিভিন্ন অংশে। তার চেয়ে ইউভি যুক্ত মেশিন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখা শ্রেয়। মাদারবোর্ডই কিন্তু ফোনের প্রাণ, যা একবার ঝামেলা শুরু করলে ভোগান্তি পৌঁছাবে চরমে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।