নিজের বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ

আগের সংবাদ

ইসলামে শালীনতাবোধ

পরের সংবাদ

ভোর থেকে চলছে ‘জওয়ান’ ঝড়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:৩৮ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ১০, ২০২৩ , ১২:৪৩ অপরাহ্ণ

তখনও ভোরের আলো ফোটেনি। আকাশ মেঘলা। হালকা বৃষ্টিও হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে সোয়া ৪টা। রাস্তায় যেন কাক-পক্ষীও নেই।

কিন্তু কলকাতার নিউটাউনের একটি মাল্টিপ্লেক্সের সামনে পৌঁছে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। দলে দলে মানুষ সারিবদ্ধ ভাবে প্রেক্ষাগৃহে প্রবেশের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে।

তাদের মুখে একটাই স্লোগান- ‘শাহরুখ! শাহরুখ!’ এই চিত্র তো অপরিচিত নয়। কিন্তু এতো ভোরে শহরের কোনও প্রেক্ষাগৃহে এই দৃশ্য নিঃসন্দেহে বিরল।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। ‘পাঠান’ মুক্তির মাত্র ২২৫ দিন ব্যবধানেই আরও একবার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের প্রতি শহর কলকাতার নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে।

এদিকে ছবি শুরুর আগে প্রেক্ষাগৃহের বাইরে দেখা গেল ভক্তদের উন্মাদনা। দর্শকদের মধ্যে কারও চোখে ঘুমের রেশ কাটেনি। কেউ আবার আগেভাগে নিজের টিকিট দেখে নিতে ব্যস্ত। তবে সকলের মুখেই হাসির রেখা। সেটাই তো স্বাভাবিক। আগামী ২ ঘণ্টা ৪৫ মিনিট যে জগতে তারা প্রবেশ করবেন, সেখানে তো শুধুই অনুরাগী এবং তার আবেগের জয়গান।

কলকাতায় ‘পাঠান’ -এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। মেটিয়াবুরুজ থেকে আসা এক অনুরাগী বললেন, এটা কোনও সমস্যাই নয়। মাঝ রাতে শো থাকলে আরও ভাল হতো। প্রয়োজনে সারা রাত এখানেই থাকতাম। কিন্তু শাহরুখকে সবার আগে পর্দায় দেখতে চাই।

দমদম থেকে আসা এক অনুরাগী জানালেন প্রথম দিনেই তার দু’বার ‘জওয়ান’ দেখার পরিকল্পনা রয়েছে।

শুধু সাধারণ সিনেপ্রেমীরা নন, কাক ভোরে শাহরুখ দর্শনের সাক্ষী হতে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন তারকাদের একাংশ। স্বামী নীল ভট্টাচার্যকে সঙ্গে করে এসেছিলেন তৃণা সাহা।

অভিনেত্রী বললেন, আসতেই হতো। আমরা দু’জনেই শাহরুখের ফ্যান। এ রকম একটা অভিজ্ঞতা হাতছাড়া করতে চাইনি।

অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত উপস্থিত। নির্ধারিত সময়ে সিনেমা শুরু হল। ব্যান্ডেজের ফাঁকে ফুটে উঠল একটি চোখ। শাহরুখ খানের প্রথম ঝলকে প্রেক্ষাগৃহে কান পাতা দায়। দর্শকদের চিৎকারে ভোরের প্রেক্ষাগৃহে তখন অন্য শহরের ছোঁয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়