বীরের স্কুল যাত্রায় প্রথম দিনের সঙ্গী শাকিব-বুবলী

আগের সংবাদ

ভোর থেকে চলছে ‘জওয়ান’ ঝড়

পরের সংবাদ

নিজের বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:৩৬ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:৩৬ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের মান্নত এখন প্রায় সবার কাছে পরিচিত। শাহরুখ খানের বাড়ি। কিন্তু শুধু মুম্বাইয়ে নয়, শাহরুখের বাড়ি রয়েছে বিশ্বের বেশ কিছু শহরে।

শাহরুখের বাড়িগুলোর মধ্যে অন্যতম হলো আমেরিকার লস অ্যাঞ্জেলসের বাড়িটি। সেটি ভাড়ায় দেন শাহরুখ। এই বাড়ির ভাড়া রাতপ্রতি প্রায় দু’লাখ টাকা। খবর আনন্দবাজার পত্রিকার।

শাহরুখের লস এঞ্জেলসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। এই বাড়ি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বড় বড় দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয় কামরার এই বাড়িতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা।

শাহরুখের এই বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়। এই বাড়ির প্রতি রাতে ভাড়া ১ লাখ ৯৬ হাজার টাকা। আনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শ্যুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন অভিনেতা।

বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে একজন শাহরুখ। তার বাড়ি মন্নত মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বললে অত্যুক্তি হবে না। প্রায় দিনই মন্নতের সামনে মানুষ ভিড় জমান অভিনেতাকে একঝলক দেখার জন্য। কখনো সেই ইচ্ছাপূরণ হয়, কখনো আবার শাহরুখ দর্শন থেকে যায় অধরা। মুম্বাই, লস অ্যাঞ্জেলস ছাড়াও শাহরুখের বাড়ি রয়েছে লন্ডন, দুবাইতেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়