মোরছালিনের গোলে হার এড়াল বাংলাদেশ

আগের সংবাদ

নিজের বাড়ি ভাড়া দিচ্ছেন শাহরুখ

পরের সংবাদ

বীরের স্কুল যাত্রায় প্রথম দিনের সঙ্গী শাকিব-বুবলী

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:৩৫ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:৩৫ পূর্বাহ্ণ

চিত্রনায়ক শাকিব খানের দুই সংসারে দুই সন্তান। সিনেমার ব্যস্ততার ফাঁকে শাকিব সময় দেন দুই ছেলেকেও। শাকিব ও শবনম বুবলীর মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে নাকি নেই, এই রহস্য পরিষ্কার হয়নি। তার মাঝেই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আমেরিকা সফর সেরে এসেছেন নায়ক। নেটিজেনদের প্রশ্ন, শাকিবের সব আদর-স্নেহ-দায়িত্ব কি শুধু জয়ের জন্যই?

এ প্রশ্নের উত্তর শাকিব দেশে ফিরেই দিয়েছিলেন। জানান, জয়ের মতো ছোট ছেলে বীরকেও সুন্দর স্মৃতি উপহার দেবেন তিনি। দুই ছেলের প্রতিই তার সমান ভালোবাসা। সেটার নজিরই পাওয়া গেলো আজ (বৃহস্পতিবার) দুপুরে। এদিন শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব খান ও বুবলী। অভিভাবক হিসেবে দুজনেই স্কুলে গেছেন, পুত্রের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’ স্বচক্ষে উপভোগ করেছেন। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা বুবলী। শাকিব খানের ছেলে আব্রাম খান জয় স্কুলে অনেক আগেই যাওয়া শুরু করেছে।

বৃহস্পতিবার রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুলে ঢাকায় ভর্তি করানো হয়েছে বীরকে। সোশ্যাল মিডিয়ায় বুবলী লিখেছেন, ‘এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়