তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ

আগের সংবাদ

সৌদি-ইসরায়েল চুক্তি মানতে শর্ত দিল ফিলিস্তিন

পরের সংবাদ

রোহিঙ্গাদের নিরাপদে ফেরার পরিবেশ ‘দৃশ্যমান নয়’: জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:২৫ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:২৫ পূর্বাহ্ণ

মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন গত ছয় বছরেও শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দেশটির সামরিক শাসন প্রত্যাহার করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশন্সের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন এবং আঞ্চলিক নেতাদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। মিয়ানমার আসিয়ানের সদস্য। খবর এএফপির।

গুতেরেস বলেন, ২০১৭ সালে নৃশংস সামরিক দমন অভিযানের সময় মিয়ানমার থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে প্রত্যাবর্তনের শর্ত ‘এখনও দৃশ্যমান নয়’। গণহত্যার পর জাতিসংঘের শীর্ষ আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি এখন মিয়ানমার।

জান্তাশাসিত মিয়ানমারে গণতন্ত্রে ফিরে আসার প্রত্যাশা পদ্ধতিগত দমনপীড়নের মাধ্যমে চূর্ণবিচূর্ণ করা হচ্ছে উল্লেখ করে গুতেরেস বলেন, নিষ্ঠুর সহিংসতা, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং নিয়মতান্ত্রিক দমন গণতন্ত্রে ফিরে আসার আশাকে চূর্ণ করে দিচ্ছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থান অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার চরম সহিংসতায় বিপর্যস্ত। ভিন্নমতের বিরুদ্ধে রক্তাক্ত দমনপীড়ন চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

এবার এই সম্মেলনে অংশ নিতে পারেনি মিয়ানমার। কারণ, দুই বছর আগে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করার শর্ত দিয়েছে আসিয়ান। গুতেরেস বলেন, গত বছর সংকট আরও অবনতি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়