চীনে নিষেধাজ্ঞার কবলে আইফোন, অ্যাপলের শেয়ার পতন

আগের সংবাদ

রোহিঙ্গাদের নিরাপদে ফেরার পরিবেশ ‘দৃশ্যমান নয়’: জাতিসংঘ মহাসচিব

পরের সংবাদ

তিন তালাক শাস্তিযোগ্য অপরাধ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:২৫ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩ , ৫:২৫ পূর্বাহ্ণ

‘তিন তালাক’ এখন একটি শাস্তিযোগ্য অপরাধ– এমন মন্তব্যই করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক মুসলিম নারীর করা মামলায় হাইকোর্টের রায় খারিজ করে দেশটির সুপ্রিম কোর্ট এ কথা জানিয়েছেন। খবর-এনডিটিভি।

ওই নারী অভিযোগ করেন, তাঁর স্বামী তাঁকে মারধর করেছেন। তিনি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। শারীরিক নির্যাতনের পর তিনবার ‘তালাক’ শব্দ উচ্চারণ করে বিয়ে বাতিল করার চেষ্টা করেছেন। ২০১৯ সালের মুসলিম মহিলা আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। উত্তরাখন্ড হাইকোর্ট ওই নারীর দায়ের করা এফআইআর খারিজ করে দিয়েছিলেন। পরে এ আদেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের শরণাপন্ন হন তিনি।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং এ ঘটনায় যে এফআইআর দায়ের হয়েছে, তাতে তিনটি বিষয় স্পষ্ট– এক. নারীর ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে; দুই. তাঁর স্বামী মনসুর আলি ‘তিন তালাক’ উচ্চারণ করেছেন; তিন. নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ চার্জশিট গঠন করেছে।

পুলিশের চার্জশিট অনুযায়ী মনসুরের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়